নরসিংদী সংবাদদাতাঃ
নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার নোয়াদিয়া গাঙপার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিলেটগামী সংবাদপত্রবাহী মাইক্রোবাসটির সুপারভাইজার আবদুল মালেক (৪৫) ও যাত্রী আলাউদ্দিন (২০)। আবদুল মালেকের
বাড়ি পাবনার সাঁথিয়া থানার সরিষা গ্রামে। আলাউদ্দিন ভোলার গৌরনদীর ফুলগাছিয়ার জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে সংবাদপত্র নিয়ে সিলেট যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে নোয়াদিয়া গাঙপার এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত পাঁচজন। তারা সবাই মাইক্রোবাসটিতে করে সিলেট যাচ্ছিলেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে সিলেটের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের ড্রাইভার পালিয়ে যায় বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন