শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

পলাশে ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু



পলাশ প্রতিনিধিঃ
স্বাস্থ্য,পুষ্টি অর্থ চাই-দেশি ফলের গাছ লাগাই। এই স্লোগানকে সামনে রেখে  নরসিংদীর পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বরে ৪ দিব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা আক্তারের সভাপতিত্বে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন, পলাশের সাংসদ আলহাজ¦ কামরুল আশরাফ খান পোটন। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. আমিনুল ইসলাম, ঘোড়াশাল পৌর মেয়র হাজী শরিফুল হক শরিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুবানা ফেরদৌসী, পলাশ খানেপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আল-মুজাহিদ হোসেন তুষার প্রমুখ। উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন