নরসিংদী সংবাদদাতাঃ
নরসিংদী শহরের দাস পাড়া এলাকায় ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ
পাওয়া গেছে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় বখাটের রিরূদ্ধে মামলা দায়ের
করেছে তার পরিবার। শুক্রবার
সন্ধ্যায় শহরের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,
নরসিংদী শহরের দাসপাড়া এলাকার দিনমজুর আসাদ মিয়ার মেয়ে শানসাইন মডেল
স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী হিমু আক্তারকে (১০) প্রায়ই উত্যক্ত করত
প্রতিবেশী কবির হোসেনের ছেলে শান্ত (১৮)। প্রতিদিনের মত শুক্রবার বিকেলে
বাড়ির সামনে অন্যান্যদের সঙ্গে খেলা করছিল হিমু । একপর্যায় সন্ধ্যা হলে
হঠাৎ করে হিমুর মুখ চেপে ধরে শান্ত কোলে করে ঘরের ভিতরে নিয়ে যৌন
নির্যাতনের চেষ্টা করে। এসময় হিমুর চিৎকার করলে আশেপাশের বাড়ির লোকজন
এগিয়ে এলে শান্ত পিছনের দরজা খুলে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার ছাত্রীর
বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে থানায় মামলা
করেছে বলে হিমুর পরিবারকে হুমকি দিচ্ছে শান্ত।নির্যাতিত ছাত্রীর বাবা আসাদ মিয়া বলেন,
এলাকায় শান্ত মাস্তান হিসেবে পরিচিত। সে প্রায়ই এলাকার বিভিন্ন মেয়েদের
উত্যক্ত করে। আমার মেয়ের উপর নির্যাতনের সঠিক বিচার চাই ।এ ঘটনায় অভিযুক্ত শান্তর বাবা কবির হোসেন
বলেন, আমরা কেউ বাসায় ছিলাম না বেড়াতে গিয়ে ছিলাম। রাতে হিমুর পরিবার এটা
মীমাংসার জন্য রাজি হয়ে ছিল পরে কেন থানায় মামলা করে দিল জানি না। আমার
ছেলে অপরাধ করে থাকলে তা সামাজিক বিচারের মাধ্যমে মীমাংসা করা যেত।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানা ওসি
গোলাম মোস্তফা বলেন, মেয়েটির পরিবার এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের
করেছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন