![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT6bGfCAJLLkNZ0tlYex6eihlaQ9udRBHntQn4pHp_k-VBm_EoKtqspi8CQ1ReSz6gbe9EBsdInOC0uxfgQ3SKUJwCE_IkKQKTra6k557s9d-QdcA8cSWZw6_RFEzUWUr7qrLGoUmVCtI/s1600/index.jpg)
নরসিংদী সংবাদদাতাঃ
নরসিংদীর মনোহরদীতে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আকলিমা বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
আজ রবিবার দুপরে উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেদ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। আকলিমা বেগম একই ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামের আবুল কাশেমের মেয়ে।
নিহতের বড় ভাই আল-আমিন জানান, প্রায় সাতমাস পূর্বে আপন খালাতো ভাই রমিজ উদ্দিনের সাথে আকলিমার বিয়ে হয়। কিন্তু এ বিয়ে মেনে নিতে পারছিলেননা আকলিমার শ্বশুর -শ্বাশুরী। তাই বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে তার উপর শারীরিক ও মানুষিক নির্যাতন করতো তারা।
গত শুক্রবার আকলিমার বাসুর (স্বামীর বড় ভাই) আশরাফুল ইসলামের ঘর থেকে তিন হাজার টাকা চুরি হয়। আর এই ঘটনায় আকলিমার উপর চাপ সৃষ্টি করে স্বামীর বাড়ীর লোকজন। গত দুইদিন অব্যাহত অপবাদ দেয় তাকে। আর এই অপবাদ সইতে না পেরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে । বাড়ীর লোকজন আত্মহত্যার ঘটনা জানতে পেরে মনোহরদী থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকলিমা নিজেই আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন