নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে খোকন মিয়া (৪০) ও জামেলা বেগম (৪৫) নামে দুই মাদক ব্যবসায়িকে এক কেজি গাঁজাসহ আটক করেছে পলাশ থানা পুলিশ। আজ বুধবার দুপরে পলাশ উপজেলার তালতলির বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে খোকন ও শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মৃত জমশের আলীর মেয়ে জামেলা বেগম। থানা সুত্রে জানা যায়, আটককৃত খোকন মিয়া ও জামেলা বেগম দীর্ঘদিন যাবত পলাশ
উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এসআই সোহেল রানা এক কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে। এব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত খোকন ও জামেলা বেগমের বিরুদ্ধে পুর্বেও পলাশ থানাসহ শিবপুর থানায় একাধিক মাদক মামলা আছে এবং আজও তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন