![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHzXSUyluWyYSS0TicjAXM5x_R3T23vsSsmM60Y2mupyjhmfR7dZuy7Gdy4eUn1vMJsV2PWeYKalgfOsKnefxwi83KTbNsn5-KwVKmuN_kTHDj4BBI28Wkag6sP2lA6JyC0-EKQEBlMmY/s320/15033615_1824336834515598_410837521_n.jpg)
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলীয় নিল¶ায় ইউনিয়নের ৪টি গ্রামব্যাপী তিন দিনের অব্যাহত সংঘর্ষে পুলিশের গুলিতে এবং টেটাবিদ্ধ হয়ে মামুন (২২), মানিক (৪৫), খোকন (৩২) ও শাহজাহান (২৫) নামে ৪জন নিহত হয়েছে। তৃতীয় দিনের এই ত্রিমুখী রক্ত¶য়ী সংঘর্ষে আহত হয়েছে অন্তত: ৫০জন।। এদের মধ্যে রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার পিপিএম, এসআই আসাদ, কনস্টেবল জিল্লু ুসহ৬ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল রয়েছে। আহতদের মধ্যে আনসার মিয়া (৩৫), মিনু (১৩), দুদমেহের (২৫), ফরিদ মিয়া (৩৫), শিপন (১৮), রুজি (২৮), রাকিব (১৮), শামীম (২০), রবিউল্লাহ (২৫)সহ ১০ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ১৬টি বাড়িতে ব্যাপক ভাংচুর, লুটপাট,অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । আহত অবস্থায় রায়পুরা থানার ওসি
আজহারুল ইসলাম, এসআই আসাদ ও কনস্টেবল জিল্লু রহমান সহ ৬ জনকে প্রথমে রায়পুরা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে পরে নরসিংদী জেলা হাসপাতালেভর্তি করা হয়। আহত অন্যান্যরা পুলিশী গ্রেফতার এড়াতে গোপনে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে এবং তাদেরগোপন স্থানে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে। নিহতদের মধ্যে শাহজাহানের লাশ নরসিংদী সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। বাকী ৩ জনের লাশ এখনও নিল¶ারচরের সোনাকান্দী গ্রামে পরে রয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে মামুন আমিরাবাদ গ্রামের মঙ্গল মিয়ার পুত্র, মানিক একই গ্রামের আলতু মিয়ার পুত্র ও শাহজাহান একই গ্রামের আব্দুস সালামের পুত্র এবং খোকন সোনাকান্দা গ্রামের অরব আলীর পুত্র। নিহতরা সবাই সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আব্দুলহক সরকারের সমর্থক বলে জানা গেছে। নরসিংদী সদর হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে এসে রিপন ও হৃদয় নামে ২ জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।এলাকাবাসী জানিয়েছে, বিগত ইউপি নির্বাচনে রায়পুরার নিল¶া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী গ্র“পের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকারের সমর্থকদের মধ্যে এপর্যন্ত ১০/১২টি সংর্র্ঘষ সংঘটিত হয়। এসব সংঘর্ষে এপর্যন্ত৫ ব্যক্তি নিহত হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন