পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে মাসুদ মিয়া (১৮) নামে এক ছিনতাইকারীকে ছিনতাইকৃত মালামলসহ আটক করেছে পলাশ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খানেপুর এলাকা থেকে ছিনতাইকৃত মালামালসহ তাকে আটক করা হয়। থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঘোড়াশাল সার কারখানার কর্মজীবী নিবেদীতা ভৌমিক কাজ শেষে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে নগদ ৮ হাজার
টাকা,মোবাইল ফোন ও গলার ¯^র্ণের ছেইন নিয়ে যায়। পরে নিবেদীতা থানায় সংবাদ দিলে সাথে সাথে থানার এ এসআই সোহেল রানা ঐ এলাকায় অভিযান চালায় এবং ¯^র্ণের ছেইন ও মোবাইল ফোনসহ তাকে আটক করেন। আটককৃত মাসুদ মিয়া উপজেলার খানেপুর এলাকার তাঁজউদ্দিনের ছেলে। এব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত মাসুদ মিয়া ও তার ছিনতাইয়ের সহযোগী খোকন মিয়া (২২) ও সুমন (২৪) নামে তিনজনকে আসামি করে দ্রুত আইনে একটি মামলা দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন