নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় ২০১৭ সালের এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরকার এসএসসি ফরম পূরণে বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৭ শত ৮৫ টাকা ও মানবিক/বানিজ্য শাখার জন্য ১ হাজার ৬ শত ৯৫ টাকা নির্ধাারিত করে দিলেও ঘোড়াশাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় প্রকাশ্যে নিচ্ছে অতিরিক্ত অর্থ। নাম প্রকাশ না করা সর্তে¡ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, এবার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৮
শত টাকা করে হাতিয়ে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। অতিরিক্ত অর্থ আদায়ের উপর ক্ষোভ থাকলেও ঝামেলার কারণে বিষয়টি নিয়ে কেউ কথা বলে না। তাই তারা অনায়াসে আদায় করছে অতিরিক্ত অর্থ। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির আহম্মেদকে বিদ্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও জুনিয়র শিক্ষক আক্তারুজ্জামান অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি ¯^ীকার করে বলেন, সরকার নির্ধারিত অর্থ নিলে আর স্কুল চলবে না। বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য ম্যানেজিং র্বোডের সিদ্ধান্তেই এই অর্থ নেওয়া হচ্ছে। অতিরিক্ত ক্লাস ও মিলাদের জন্য এই টাকা ব্যায় করা হবে।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেএম আলোমগীর জানান, সরকার নির্ধারিত অর্থ ব্যতিত একটি টাকাও বেশি নেওয়া যাবে না। যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন