নরসিংদী প্রতিনিধি ঃ
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গী, সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের লক্ষ্যে পলাশে মানববন্ধন, সমাবেশ ও র্যালী করা হয়। আজ শনিবার দুপরে পলাশ বাস স্ট্যান্ড চত্ত¡রে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিএফএ এর পরিচালক আল-মুজাহিদ হোসেন তুষার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন আহম্মেদ ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। সমাবেশ খানেপুর বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী বাস স্ট্যান্ড চত্ত¡রে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরোদ্ধে মানববন্ধন করে। এছাড়া সমাবেশে পলাশের জনপ্রতিনিধি, আলেম ও ইমাম, শিক্ষক-শিক্ষিকা, হিন্দু সম্পদায়ের নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশ নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন