নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ নেতা মরহুম আবদুল বাতেন মিয়ার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ২ পলাশ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডা, আনোয়ারুল আশরাফ দিলিপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক কারিউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, সিবিএ নেতা চন্দন কুমার,ফরিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন,সাধরণ সম্পাদক আপেল মাহমুদ শাহীন,স্মরণ সভাটি আয়োজন করেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো, জুলহাস মিয়া প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন