নিজ¯^ প্রতিনিধিঃ
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, সরকারী জুটমিলগুলে তে লোকসান হয় না, হয় চুরি। আজ রবিবার বিকালে নরসিংদীর পলাশ উপজেলার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের প্রাইভেট জুটমিলে কোন লোকসান হয় না , বরং তারা একটি মিল থেকে আরো
কয়েকটি মিলে রুপান্তি করছে। দেশের সরকারী মিলগুলো লোকসানের একমাত্র কারণ চুরি আর দুর্নীতি। সেই চুরি আর দুর্নীতি আমরা ক্ষমতায় এসে বন্ধ করেছি। অচিরেই মিলগুলোর লোকসান কাটিয়ে লাভজনক স্থানে পৌছাবে। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে দীর্ঘদিন বন্ধ থাকা কো-অপারেটিভ জুটমিলটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানান। মিল পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রালয়ের সচিব এমএ কাদের সরকার, নরসিংদী ২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, কো-আপারেটিভ জুটমিলের এমডি রকিবুজ্জামান, সমবায় রেজিষ্টার মফিজউদ্দিন, বিএফএ এর পরিচালক আল-মুজাহিদ হোসেন তুষার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন