শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

পলাশে রাতের অন্ধকারে কৃষকের শতাধিক কলাগাছ নষ্ঠ করেছে র্দুবৃত্তরা



পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ জিনারদীর মধ্য পারুলীয়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে কৃষক ফয়সাল মিয়ার রোপন করা শতাধিক কলাগাছ নষ্ঠ করে ফেলেছে র্দুবৃত্তরা। গতকাল শনিবার রাতে তার বাড়ির পাশের এক বিঘা জমির দেশীয় সাগর কলার গাছগুলো মুচড়ে ভেঙে ফেলা হয়। সরেজমিনে রবিবার সকালে
গিয়ে দেখা যায় গাছগুলো ভেঙে পড়ে আছে। কৃষক ফয়সাল মিয়া জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি বাগানের সবগুলো কলা গাছ গোড়া থেকে ভেঙে পড়ে আছে। গত তিনমাস পূর্বে ফুলকপি বাগানের সাথে ২শত দেশীয় সাগর কলার চারা রোপন করেছিলাম। আমার কোন শত্রæ নাই। কিন্তু এসব কে করলো? এতে আমার ৬০ হাজার টাকা লোকসান হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পূর্ব শত্রæতার জের ধরে এই ঘটনা হতে পারে। বিষয়টি দেখার জন্য থানার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন