মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

চার মামলায় দেড় হাজার আসামি নরসিংদীতে সংঘর্ষের পর এলাকায় লাশ দাফনেরও কেউ নেই


                                                                                   নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরার নিল¶ায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় চারটি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় ১০৩ জনের নাম উল্লেখসহ দেড় হাজার  গ্রামবাসীকে আসামি করা হয়েছে। মামলা হওয়ায় পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো নিল¶া ইউনিয়ন।এদিকে, আজ মঙ্গলবার  ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জ-এর অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আবুল কালাম সিদ্দিক। সরেজমিনে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সোমবার নিল¶া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল হকের সমর্থকদের সংঘর্ষে চারজন নিহতের পর থমথমে পরিবেশ এলাকাজুড়ে। নিহতদের বাড়িতেও চলছে নীরব নিস্তব্ধতা। গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছে সব বয়সী পুরুষ। সকাল থেকে এলাকায় মোতায়েন করা রয়েছেআর্মড পুলিশসহ দুই শতাধিক পুলিশ ফোর্স।সংঘর্ষের পর সোমবার রাতেই পুলিশ বাদী হয়ে ১০৩ জনের নাম উল্লেখসহ দেড় হাজার গ্রামবাসীকে আসামি করে রায়পুরা থানায় চারটি মামলা করেছে। এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ায় নিহতদের দাফন নিয়ে বেকায়দায় পড়েছেন ¯^জনরা।মঙ্গলবার নরসিংদী সদর হাসপাতাল মর্গে চার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর নিহত শাহাজানের স্ত্রী ও পুত্রকে দেখা গেলেও অপর তিনজনের মরদেহ নেওয়ার জন্য হাসপাতালেদেখা যায়নি ¯^জনদের।  নিহত শাহজাহানের ছেলে শরীফ বলেন, ‘চারটি টেঁটাসহ গুলিবিদ্ধ হয়ে আমার বাবা মারা গেছেন। এসব গুলি পুলিশের না প্রতিপ¶ সন্ত্রাসীদের তা বলতে পারছি না।’সংঘর্ষে নিহত সবজি বিক্রেতা খোকন মিয়ার স্ত্রী ইয়াসমিন সুলতানা অভিযোগ করেন, ‘আমার ¯^ামী সংঘর্ষের ঘটনা দেখতে গেলেস্থানীয় সন্ত্রাসী আজগর মোল্লা, রাজিব ও ইসমাইল পুলিশের উপস্থিতিতে তাকে ল¶্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মত্যু হয়। আমি এই হত্যাকারীদের বিচার দাবি করছি।’এ ঘটনায় ঢাকা রেঞ্জ-এর অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আবুল কালাম সিদ্দিককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এই তদন্তকমিটি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন