সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

দেশের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ড. মঈন খান




                                                                                    নিজ¯^ প্রতিবেদকঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের সার্থ রক্ষায় ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবসের অনুপেরণা ভুকে ধারন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ সোমবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপলেজার চরর্ণগদী এলাকায় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন দলমত নির্বিশেষে দেশের কল্যানে আমাদের নিয়োজিত হতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা যদি এদেশের হিংসা বিদ্ধেশ ভুলে না যাই তবে কোন মতেই এদেশের কল্যান সবম্ভব নয়।  তিনি আরো বলেন, আমি যখন বিদেশীদের সাথে কথা বলি তখন তারা বলেন, তোমরা অনেক সুনাম অর্জন করেছ, বিশ্বের ভুকে অনেক বড়বড় কাজ করেছ, কিন্তু সবাই মিলে কাজ করতে গেলে তখন কেন গণ্ডগল লেগে যায়? এ কথা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, একে অপরের সমালোচনা না করে সবাই মিলেমিশে থাকতে হবে এটাই হচ্ছে ৭ নভেম্বরে জিয়াউর রহমানের দিয়ে যাওয়া শিক্ষা।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মুঞ্জুর এলাহী, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন জনি, যুগ্ন সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিলটন, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপিত আবদুল ছাত্তার , সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক সামছুল, উপজেলা যুবদলের সভাপতি নেছার আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার , পৌরসভা যুবদলের সভাপিত জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি এডঃ বাছেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌরসভা ছাত্রদলের সভাপতি মুকবুল মোরশেদ রতন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সোহেল, নরসিংদী জেলা যুবদলের সদস্য এম এ কাইয়ুম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন