নরসিংদী প্রতিনিধিঃ
ঢাকা উত্তরার অনুসন্ধানি রিপোর্টার মাহমুদুল হাসান মোয়াজ্জেমকে অপহরণ ও দুইদিন ব্যাপী নির্যাতনের প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলা সংবাদ সংস্থার আয়োজনে প্রতিবাদ সভা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার সংবাদ সংস্থার অফিসে এই প্রতিবাদ সভাটি করা হয়। জানা গেছে,২০১৫-৯মে নিলখেত এলাকা থেকে ডিবি পরিচয়ে মাহমুদুল হাসানকে নিয়ে যায়। পরে দুইদিন ব্যাপী নির্যাতন করে এবং ২ লক্ষ টাকা মুক্তিপন দাবি করেন। এব্যাপারে মামলা করেও এখন পর্যন্ত বিচার পায়নি মাহমুদুল হাসান। এ বিষয়ে তীব্র প্রতিবাদ এবং বিচারের দাবীতে প্রতিবাদ সভা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাজী জাহিদ হোসেন, উপজেলা সংবাদ সংস্থার সাধারণ সম্পাদক নূরে-আলম রনী,অর্থ সম্পাদক মো,আল-আমিন মিয়া, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ শাখার সভাপতি মোস্তফা বাগমার, নরসিংদীর খবর পত্রিকার প্রতিনিধি ওয়াদুত বাচ্চু, এশিয়ান টিভির প্রতিনিধি মঞ্জুর হোসেন খান,বণিক বার্তার জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, সাংবাদিক বিল্লাল,মোবারক,তারেক বায়েজিদ, আল-আমিন মুন্সি সহ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন