শনিবার, ১০ জুন, ২০১৭

নরসিংদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নজরুল হোসেন, নরসিংদী প্রতিনিধি : 
নরসিংদীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় দিকে নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নরসিংদীর বাসাইল মধ্যপাড়ায় পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে তানিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধু। সে এলাকার রুমান মিয়া স্ত্রী।

এলাকাবাসী জানান, এই পরিবারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক প্রকারে তানিয়া মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে এবং পরিবারের অজান্তে অভিমান করে তার নিজ ঘরের দরজা বন্ধ করে সেলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই গৃহবধুর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তদন্তের পরে বলা যাবে কিভাবে, কেন আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন