নজরুল হোসেন, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে সিমেন্ট কোম্পানির মিক্সারট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও তার গাড়িচালক ওয়ারিশ মিয়া (৪৫) নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাঁসিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশ জানিয়েছে, বি-বাড়িয়ার হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন
কবির একটি প্রাইভেটকারে ( ঢাকা মেট্রো গ ১৭-২৭০৬ ) বি-বাড়িয়া থেকে ঢাকার উত্তরার বাসায় যাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সেভেন রিংস সিমেন্ট কোম্পানির মিক্সার ট্রাকের (ঢাকা মেট্রো-শ-১১-২৮৬০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওসি হুমায়ুন কবির মারা যান।পরে গুরুতর আহতাবস্থায় প্রাইভেটকারচালক ওয়ারিশকে উদ্ধার করে নরসসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয় পুলিশ। ওসি হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করে ইটাখোলা হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন