![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCyeVvbx3g5E8RqnQRE_Oe8QHCDFEqnaMSCbgeLaZ_OdZvnji2OiOMxoQdsOLKqKNoOeQSPxKEhTH4ev8KeJb9-c6yT_u57LcxC_MZ4-X7hYe4T57ScY7NwynK9tSaNdBOAunpAr7_XxI/s320/polse.jpg)
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার টেঙ্গর পাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে বাড়ি-ঘর ছাড়ার জন্য প্রাণ-নাশের হুমকি ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পলাশ থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেছে প্রবাসী শামীম আল মামুনের স্ত্রী নিলুফা বেগম। থানা সুত্রে ও নিলুফা বেগমের সাথে কথা বললে তিনি জানান, স্বামী শামীম আল-মামুন কাজের জন্য বিদেশ যাওয়ার পর থেকেই একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে সজিব মিয়া বিভিন্ন সময় নিলুফা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় ছলে-বলে বিভিন্ন কৌশলে তাকে ভয়ভীতি দেখিয়ে আসছে। কোনো কিছুতেই যখন নিলুফা বেগম রাজি হচ্ছে না তখন থেকে নিলুফা বেগমকে তার প্রবাসী স্বামীর বাড়ি ছাড়ার জন্য হুমকি দিচ্ছে সজিব মিয়া। বাড়ি-ঘর না ছাড়লে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয় সজিব
। এসব ঘটনায় একাধিক বার এলাকার কাউন্সিলরের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি নিলুফা বেগমের। বরং আরো ক্ষিপ্ত হয় সজিব। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় সজিব মিয়ার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র হাতে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী নিলুফা বেগমকে প্রাণে মারার জন্য বাড়ি-ঘরে হামলা চালায় সজিব। এ সময় সজিব সহ সজিব মিয়ার সন্ত্রাসী বাহিনীরা নিলুফাকে সামনে পেলে বেপরোয়া ভাবে মারতে থাকে তারা। নিলুফা বেগমের আত্মচিৎকার শুনে আশেপাশের লোকজন এসে নিলুফাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বুধবার পলাশ থানায় গিয়ে সজিব মিয়াকে প্রধান আসামী করে ও অজ্ঞাত নামা আরো ৪০ থেকে ৫০ জনকে আসামী করে একটি লেখিত অভিযোগ দায়ের করেন তিনি। এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য থানার এসআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন