শুক্রবার, ৯ জুন, ২০১৭

প্যান্ডেল ভাঙলো ছাত্রলীগ- পলাশে বিএনপির ইফতার মাহফিল পণ্ড



নজরুল হোসেন, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রলীগের বাধার মুখে বিএনপির ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবারের এই ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের উপস্থিত থাকার কথা ছিল। পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরুজ মোল্লা জানান, আজ (শুক্রবার) জিনারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় চরনগরদী বাজার মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান উপস্থিত থাকার কথা
। এই লক্ষ্যে বাজারের মাঠে কয়েক হাজার মানুষের জন্য একটি প্যান্ডেলও তৈরী করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকালে পলাশ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফুটবলার নাদির মার্ডার মামলার আসামী আপেল মাহমুদ শাহীনের নেতৃত্বে ছাত্রলীগের ৪০/৫০ জন কর্মী দা, চাপাতি, রামদা দিয়ে প্যান্ডেলে ব্যবহৃত কাপড়চোপর কেটে ফেলে এবং চেয়ারটেবিল ভেঙে ফেলে।
ইফতার মাহফিলের প্যান্ডেল ভাংচুরের নিন্দা জানিয়ে পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী  জানান, বৃহস্পতিবার আমাদের প্যান্ডেল ভেঙে উল্টো তারাই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তাই শুক্রবারের ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র করে দুদলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমি আমি ঘটনাস্থলে গিয়ে বিএনপির নেতৃবৃন্দকে অনুষ্ঠানটি অন্যত্র করার জন্য অনুরোধ করি। তারা অনুষ্ঠানটি অন্যত্র করতে অপরাগতা প্রকাশ করে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন