
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলায় উত্তর সাধার চর গ্রামে বজলু খান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ নিহতের কলাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শরীফ ভূইঁয়া পলাতক রয়েছেন।
নিহত কৃষক বজলু খান উত্তর সাধার চর গ্রামের রূপচান খানের ছেলে ও অভিযুক্ত শরীফ ভূঁইয়া একই গ্রামের গিয়াস উদ্দিন ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে উত্তর সাধার চর গ্রামের নিজ কলা¶েতে কাজ করছিলেন কৃষক বজলু খান। এসময় হঠাৎ করে একই গ্রামের অপর কৃষক শরীফ ভূইঁয়া কলা ¶েতে ঢুকে বজলু খানকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক বজলু মারা যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর থানার উপ-পরিদর্শক মো. রেজাউল জানান, হত্যার কারণ সম্বন্ধে পুলিশ এখনও কিছু জানতে পারেনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন