শুক্রবার, ১৬ জুন, ২০১৭

মনোহরদী পৌর সভায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদী থেকে, নজরুল  ইসলাম      
       
                                                    আজ  মনোহরদী পৌর সভার উদ্যোগে, পৌর সভার সামনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।মনোহরদী পৌর সভার মেয়র মোঃআমিনুর রশিদ সজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী -৪ মনোহরদী - বেলাব  আসনের সংসদ সদস্য এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিশেষ   অতিথি ছিলেন এ্যাড .মু.ফজলুল হক সভাপতি মনোহরদী উপজেলা আওয়ামীলীগ নজরুল মজিদ মাহমুদ
স্বপন যুগ্ম-সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ বাবু প্রিয়াশীষ রায় সাধারন সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামীলীগ মুহাম্মদ শহিদ উল্লাহ উপজেলা নির্বাহী অফিসার মনোহরদী মোঃ সাইফুল ইসলাম ফরাজী অফিসার ইনচার্জ মনোহরদী থানা মোঃ কফিল উদ্দিন সভাপতি মনোহরদী পৌর সভা আওয়ামীলীগ আব্দুস সামাদ মোল্লা যাদু সাধারন সম্পাদক মনোহরদী পৌরসভা এম.এস ইকবাল আহম্মেদ সভাপতি মনোহরদী উপজেলা আওয়ামী যুবলীগ এস. এম রাশেদুল আলম সাধারন সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামী যুবলীগ  ও মোস্তফা মাঝি আওয়ামীলীগ নেতা মনোহরদী ইউপি চেয়ারম্যান   প্রমুখ।ইফতারে মনোহরদী পৌর সভার সাধারন জনগন উপস্হিত ছিলেন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন