নরসিংদী থেকে নজরুল ইসলাম
নরসিংদী মেঘনায় ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে সমীর মিয়া নামে এক জন নৌকা মাঝি ও
মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনি বার সন্ব্দ্যায় নরসিংদী মেঘনা নদীতে এ
ঘটনা ঘটে।এলাকা বাসিরা জানায়,
নরসিংদী বাজার ঘাট থেকে বি-বাড়িয়া জেলাধীন
বানছারামপুর উপজেলার মরিচা কান্দী যাবার পথে নৌকাটি ঝড়ের কবলে পড়ে। এ সময়
বজ্রপাতে উল্লেখিত দুই ব্যাক্তি ঘটনা স্হলেই নিহত হয়।এ খবর এলাকায় ছড়িয়ে
পড়লে শত শত মানুষ মেঘনা পাড়ে ভীড় জমায়, এ সময় স্বজনরা এসে নৌকার মাঝি সমীর
মিয়ার লাশ সনাক্ত করে।তবে এখনো মাছ ব্যবসায়ীর পরিচয় মেলেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন