বুধবার, ২৮ জুন, ২০১৭

পলাশে যুবলীগ নেতা দেলুবাহিনীর তান্ডব ইউপি মেম্বারের বাড়ি সহ শতাধিক বাড়িঘরে হামলা- শিশুসহ আহত ২০জন




পলাশ সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ইউপি সদস্য বাদল মিয়ার বাড়িসহ শতাধিক বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু বাহিনীর লোকেরা। গতকাল রাতে ও আজ বুধবার দুপরে দুদফা এ হামলায় দুই শিশুসহ আহত হয়েছে বিশজন। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পলাশ থানা পুলিশ ৭জনকে আটক করেছে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, ডাঙ্গা ইউনিয়নের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: বাদল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ দলীয় কোন্দল চলে আসছে। এরই অংশ হিসেবে ঈদের ২ আগে এই দু,গ্রæপের সমর্থকদের মধ্যে একটি দ্বন্ধ সৃস্টি হয়। এরই জের হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় এ নারকীয় তান্ডব চালায় দেলুবাহিনীর লোকজন। 
কেন্দুয়াব গ্রামে হামলায় ক্ষতিগ্রস্থ কামাল হোসেন জানান, বাদল মেম্বার ও দেলুর দ্বন্ধকে কেন্দ্র করে দেলু বাহিনীর সদস্য ডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফখরুল ও সাধারন সম্পাদক সেলিমের নেতৃত্বে দেলুর শালা বাবু, শুক্কুর আলী, বিল্লাল হোসেন, ইসমাইল, কবিরসহ প্রায় ২ শতাধিক যুবক কেন্দুয়াব বাজারের পাশে আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ বাড়িঘরে হামলা চালায়। এসময় তারা দোকান ও ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণ অলংঙ্কার লুট করে নিয়ে যায়।
এছাড়া সন্ত্রাসীরা একই এলাকার ফজলুল হক, শাহ আলম, মনির হোসেন, আরজু মিয়া, ইমান আলী, ছানা উল্লাহ, নারগিস মেম্বারনী, নুরুজ্জামান, মিস্টার, সহ শতাধিক বাড়ি ঘর ভাঙচুর করে। এসময় তাদের ঘরের ঢেউটিনের বেড়া রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক দিয়ে ক্ষতবিক্ষত করে। হামলা শেষে ফিরে যাওয়ার সময় হামলাকারীরা ঘরে থাকা টেলিভিশন, ¯^র্ণালংকার, নতুন কাপড় চোপড়সহ নগদ অর্থ নিয়ে যায়। তাদের এলোপাতাড়ি কুপে হাতেম আলী, শাফিয়া বেগম, আরহান নামে আড়াই মাসের শিশুসহ ২০জন গুরুত্বর আহত হয় । আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপরে ডাঙ্গা ইউপি সদস্য মো: বাদল মিয়া জানান,  ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু এলাকায় রাম রাজত্ব কায়েম করার লক্ষ্যে আমার বাড়িসহ কেন্দুয়া গ্রামের শতাধিক নিরীহ মানুষের বাড়িতে হামলা চালিয়েছে। তার অত্যাচারে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে।
অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর মোবাইলে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
ডাঙ্গা ইউপি সদস্য সাবের উল হাই জানান, এই হামলা খুবই দুঃখজনক, ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মুতায়েন করা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন