পলাশ সংবাদদাতাঃ
পলাশ উপজেলায় ক্যাপিটাল পেপার এন্ড পাল্প ইন্ডাঃ লিমিটেডে মঙ্গলবার সন্ধায় ইটিপি (বর্জ্য শোধনাগার) উদ্বোধন করা হয়। পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ইটিপি প্লান্ট উদ্বোধন করেন। মিলের নির্বাহী পরিচালক
(টেকনিক্যাল) অরবিন্দ মিএের সভাপতিত্বে ইটিপি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, মিলের ডিজিএম মোঃ মির আলী প্রমুখ। প্রায় ৮০লাখ টাকা ব্যায়ে এই ইটিপিটি ঘন্টায় ৫০ ঘনমিটার বর্জ্য পানি পরিশোধন করা যাবে বলে মিলের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) জানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন