শনিবার, ২৪ জুন, ২০১৭

পলাশে ফ্রেন্ডস জাগরনীর উদ্দ্যোগে ঈদ উপকরণ বিতরণ



পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ উপজেলার দুস্ত অসহায় গরীবদের মাঝে ফ্রেন্ডস জাগরনী সংসদের উদ্দ্যোগে ঈদ উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপরে উপজেলার খানেপুর এলাকায় পাঁচশতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপকরণ বিতরণ করেন,
ফ্রেন্ডস জাগরনী সংসদের সভাপতি আল মুজাহিদ হোসেন তুষার। এসময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস জাগরনী সংসদের সিঃ সহ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ নবী নেওয়াজ, স্বপন সুত্রধর, আশ্রাফ, সোহেল, রাসেল সরকার প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন