শুক্রবার, ৩০ জুন, ২০১৭
পলাশে শিশু কন্যাকে ধর্ষণের দায়ে সৎপিতা কারাগারে
বুধবার, ২৮ জুন, ২০১৭
পলাশে যুবলীগ নেতা দেলুবাহিনীর তান্ডব ইউপি মেম্বারের বাড়ি সহ শতাধিক বাড়িঘরে হামলা- শিশুসহ আহত ২০জন
পলাশ সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ইউপি সদস্য বাদল মিয়ার বাড়িসহ শতাধিক বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু বাহিনীর লোকেরা। গতকাল রাতে ও আজ বুধবার দুপরে দুদফা এ হামলায় দুই শিশুসহ আহত হয়েছে বিশজন। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পলাশ থানা পুলিশ ৭জনকে আটক করেছে।
শনিবার, ২৪ জুন, ২০১৭
পলাশে ফ্রেন্ডস জাগরনীর উদ্দ্যোগে ঈদ উপকরণ বিতরণ
বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
পলাশে মানবাধিকার সংস্থার দোয়া ও ইফতার মাহফিল
পলাশে প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও সারাদেশের সাংবাদিকদের কল্যাণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে ইফতার মাহফিল ও সারাদেশের সাংবাদিকদের কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস.এম শফির সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,
রবিবার, ১৮ জুন, ২০১৭
ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিকলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাইজিদ আহম্মেদ, পলাশ সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ১৯০২ এর ঘোড়াশাল শাখার উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের মিতালী ক্লাবে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ১৯০২ এর ঘোড়াশাল শাখার সভাপতি মনিরুজ্জামান মানিক মিয়ার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ১৯০২ এর
নরসিংদীতে সঞ্চালন লাইনের নীচে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন
নরসিংদী সংবাদদাতাঃ
নরসিংদীতে ১৩২ কেভি ঘোড়াশাল-আশুগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইনের নীচে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণ করছে একটি শিল্প প্রতিষ্ঠান। নরসিংদী শহরতলীর ভেলানগর-পলাশ সড়কে সৌরভ টেক্সটাইল নামে শিল্প প্রতিষ্ঠানটি বেশকিছুদিন ধরে এই ভবন নির্মাণ কাজ চালিয়ে গেলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট কতৃপক্ষের। ফলে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
শনিবার, ১৭ জুন, ২০১৭
নরসিংদীর মেঘনায় ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে ২ জন নিহত।
ঘোড়াশাল বাইপাস সড়কে চরম দুর্ভোগ
পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন ঘোড়াশাল বাইপাস সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এ সড়কে চলাচলকারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসী জানায়, সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। জানা যায়, ব্যস্ততম ঘোড়শাল-পাঁচদোনা এই সড়কটি ঢাকার উত্তরাঞ্চলের সাথে নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট ও চট্র্রগ্রামসহ বিভিন্ন জেলা শহরে যাতায়াতের জন্য গুরুত্ব বহন করে আসছে। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়ত করছে যাত্রী ও পণ্যবাহী হাজারো পরিবহন।
শুক্রবার, ১৬ জুন, ২০১৭
মনোহরদী পৌর সভায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh4i7IYkCN-aTlJN3KUoSyz_D9sFfCuZ6JHeb-w_hRlIFOvURZvGfQOdMogHllz4AIGPEhvT7RKLgW0xcTDVlXiLf-o9XRI7feKpT4La6vVvz8SexciSrppewM3RiIkeWTD9Q3VNVV0NE/s320/20170616_182210.jpg)
পলাশ দড়িহাওলা পাড়া বাইতুল আমান জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
ঈদকে ঘিরে ক্রেতা বিক্রেতায় মুখর নরসিংদীর বাবুর হাট
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp6R4gmro9I_M69zPTILJAVNv6VHVFrtkjwdNYDbzz-d6g4cwmHtRkbKZi_mO8yeYh-4teKtd6pfOYvtaoRNFcaU30ChKqTxr5B6AWMEspsO52wTqj9fo4HfLIltHXdIPn_Af8PuWHTRI/s320/ew+copy.jpg)
নরসিংদী সংবাদদাতাঃ
দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাবেঁচা। ঈদ উপলক্ষে দোকানে দোকানে দেশীয় তৈরি নতুন কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন কাপড় ব্যবসায়ীরা। রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই সপ্তাহের প্রতি শুক্র থেকে রবিবার পর্যন্ত দেশের নানা প্রান্তের পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে দেশীয় কাপড়ের এই বাজারটি।
জানা যায়, নরসিংদী শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নে অবস্থিত দেশের অন্যতম প্রধান পাইকারি কাপড়ের বাজার বাবুরহাট। ১৯৩৪ সালে জমিদার হলধর সাহা প্রায় ১১ একর জমির উপর হাটটি প্রতিষ্ঠা করে। অল্প সময়ের মধ্যেই বাবুরহাট দেশব্যাপি খ্যাতি অর্জন করে
পলাশে ভাইস চেয়ারম্যান সহ বিএনপির ৮ নেতার জামিন
পলাশ প্রতিনিধিঃ
দ্রুত বিচার আইনে নরসিংদীর পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় আজ বুধবার ৮ নেতাকে জামিন দিয়েছে নরসিংদীর জ্জ আদালত। জামিনপ্রাপ্তরা হলেন, পলাশ উপজেলার ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল শহর বিএনপির সাধারণ সম্পাদক আলম মোল্লা, পলাশ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বক্তিয়ার, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ খান, বিএনপি ও যুবদলের নেতা রাজু, রিপন, কাউছার, কালাম গাজী, ফরাদ মিয়া।
বুধবার, ১৪ জুন, ২০১৭
হত্যাকান্ডের ১৮ দিন পর নরসিংদী কলেজ ছাত্রের ব্যাগ ভর্তি খন্ডিত দেহ উদ্ধার
নরসিংদী সংবাদদাতাঃ
হত্যাকান্ডের দীর্ঘ ১৮ দিন ও হত্যাকারীর দেয়া স্বীকারোক্তির ৮দিন পর নরসিংদী সরকারী কলেজের ছাত্র মাহফুজ সরকারের খন্ডিত দেহ গত মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে। নরসিংদী থানা পুলিশ রাত সাড়ে ৯ টায় বাদুয়ারচরের হাড়িধোয়া নদীতে ভাসমান অবস্থা থেকে ট্রাভেল ব্যাগ ভর্তি খন্ডিত দেহটি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাহফুজকে হত্যা করে তার দেহটিকে ৮টি খন্ড করা হয়েছে। মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ২টি পা ৪টি খন্ড করা হয়েছে, ২টি হাত দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। দেহের খন্ডগুলো পচে বিনষ্ট হয়ে গেছে
মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
পলাশে ক্যাপিটাল পেপার মিলে ইটিপি উদ্বোধন
পলাশে ক্যাপিটাল পেপার মিলে ইটিপি উদ্বোধন
সোমবার, ১২ জুন, ২০১৭
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ওসিসহ নিহত ২
নজরুল হোসেন, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে সিমেন্ট কোম্পানির মিক্সারট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও তার গাড়িচালক ওয়ারিশ মিয়া (৪৫) নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাঁসিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশ জানিয়েছে, বি-বাড়িয়ার হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন
পলাশে সাংবাদিকদের সম্মানে প্রাণের ইফতার মাহফিল
রবিবার, ১১ জুন, ২০১৭
ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে বিক্ষোভ সমাবেশ
শনিবার, ১০ জুন, ২০১৭
নরসিংদীর জেনারেল ও ডেন্টাল হাসপাতালে ভুল ও অপ-চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি স্কুল ছাত্র মৃদুল
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg4IgDBKIPE2XeG45O-2MFlMUWlCFPzRg5MV_akQbvir6d2Wqn759SRmh3GIbSssiI-w3SEcdQO1EZcixNRXuMwYqGxb_RCNwM-xE_xd59WxoxEHdyD6S-vIsIHGRI03YAOvXmteaV9x0/s320/Pic-01-9-400x225.jpg)
ভুল ও অপচিকিৎসার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃদুল নামে ১০ বছরের এক স্কুল ছাত্র। নরসিংদীর গলাকাটা হাসপাতাল নামে পরিচিত নরসিংদী জেনারেল ও ডেন্টাল হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকের মালিক ও ডাক্তাররা মৃদুলকে এই অকাল মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের ডাক্তাররা মৃদুলকে দীর্ঘ ১৪ দিন চিকিৎসা দেয়ার পর তাকে ‘ক্লিনিক্যাললি ডেথ’ ঘোষণা দিয়ে তাকে পিতা-মাতার কাছে ফিরিয়ে দিয়েছে। ডাক্তাররা বলেছে ভুল চিকিৎসার কারণে মৃদুলের পেটের ভিতরে বৃহদান্ত্র ও ক্ষুদ্রান্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে আর কোন চিকিৎসা চালানোর সুযোগ নেই। যে কোন সময়ই মৃদুল মারা যেতে পারে। আজ শনিবার বিকেলে মৃদুলের পিতা খোকন ও আত্মীয়রা এ্যাম্বুলেন্সে করে মৃদুলের অসাড় দেহ নিয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে দাঁড়ায়। সেখানে মৃদুলের পিতা খোকন ও অন্যান্য আত্মীয়রা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানায় যে, শিবপুর উপজেলার ভরতেরকান্দী গ্রামের অটোচালক খোকনের পুত্র মৃদুল ভরতেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে
শুক্রবার, ৯ জুন, ২০১৭
মনোহরদীর প্রেসে ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
প্যান্ডেল ভাঙলো ছাত্রলীগ- পলাশে বিএনপির ইফতার মাহফিল পণ্ড
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUkEXnXxG2xeR91C2tQve0AjC8BJZT_OcZwvaCZsfbT2py-6MxxEU99uzeupJM7F0fknvXH5r4Ld2Orq8s8WHIyTtCzwu2enhzSbkEugIbvXPsCJcidc12FPiapqgQiHiCMF_AE6Udee4/s320/rt.jpg)
নজরুল হোসেন, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রলীগের বাধার মুখে বিএনপির ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবারের এই ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের উপস্থিত থাকার কথা ছিল। পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরুজ মোল্লা জানান, আজ (শুক্রবার) জিনারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় চরনগরদী বাজার মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান উপস্থিত থাকার কথা
পলাশে ইফতার মাহফিলে দেশবাসীর কল্যাণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
শিশু ছেলেকে বলাৎকার করায় কলেজছাত্রকে ৬ টুকরো!
পলাশে প্রবাসীর স্ত্রীকে বাড়ি-ঘর ছাড়ার জন্য ও প্রাণ-নাশের হুমকি
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCyeVvbx3g5E8RqnQRE_Oe8QHCDFEqnaMSCbgeLaZ_OdZvnji2OiOMxoQdsOLKqKNoOeQSPxKEhTH4ev8KeJb9-c6yT_u57LcxC_MZ4-X7hYe4T57ScY7NwynK9tSaNdBOAunpAr7_XxI/s320/polse.jpg)
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার টেঙ্গর পাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে বাড়ি-ঘর ছাড়ার জন্য প্রাণ-নাশের হুমকি ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পলাশ থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেছে প্রবাসী শামীম আল মামুনের স্ত্রী নিলুফা বেগম। থানা সুত্রে ও নিলুফা বেগমের সাথে কথা বললে তিনি জানান, স্বামী শামীম আল-মামুন কাজের জন্য বিদেশ যাওয়ার পর থেকেই একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে সজিব মিয়া বিভিন্ন সময় নিলুফা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় ছলে-বলে বিভিন্ন কৌশলে তাকে ভয়ভীতি দেখিয়ে আসছে। কোনো কিছুতেই যখন নিলুফা বেগম রাজি হচ্ছে না তখন থেকে নিলুফা বেগমকে তার প্রবাসী স্বামীর বাড়ি ছাড়ার জন্য হুমকি দিচ্ছে সজিব মিয়া। বাড়ি-ঘর না ছাড়লে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয় সজিব
পলাশে ৪০ দিনের কর্মসৃজনে অনিয়মের অভিযোগ শ্রমিকদের হাজিরার টাকা নিচ্ছে ইউপি সদস্য
নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের
মেম্বারদের বিরুদ্ধে অতি হতদরিদ্রদের জন্য ৪০ দিনের সরকারি কর্মসৃজন
প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের অধিকাংশ শ্রমিকদের কাজে না
লাগিয়ে তাদের দিয়ে টাকা তোলে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করা হচ্ছে বলে
অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কর্মরত শ্রমিকরা হাজিরা টাকা তুলতে গেলে ইউপি
সদস্যরা ব্যাংকের সামনে দাড়িয়ে থেকে শ্রমিকদের থেকে মোটা অংকের কমিশনের
টাকা কেটে নিচ্ছে। শ্রমিকরা টাকা দিতে না চাইলে তাদের কাজে না নেওয়ারও
হুমকি দেওয়া হচ্ছে
মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
শিবপুরে দিনেদুপুরে কৃষককে কুপিয়ে হত্যা
নরসিংদীতে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় কলেজ ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijsl9mbKFnbdaz7BNk3ejQCYKM48qwLlUPB-qmcDHLZHDjihJcR4SVT5icN_A9Al24_ov0UsNJSCEvoEzDAnNXbvvChLAE9Lczr3MUg_imtvwRq4GujA69m4uDmFzBMBQX5B3w8zCt1eM/s320/belabo_photo_48915_1496766511.jpg)
স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের হাতে নি
র্যাতনের স্বীকার হয়েছেন তানিয়া আক্তার নামে এক কিশোরী বধূ। ওই কিশোরীর মাথার চুল কেটে শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুড়া মাখিয়ে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। একই সঙ্গে কিশোরীকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা চালায় তারা।
সোমবার বিকালে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতিত কিশোরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। সে বারৈচা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
রবিবার, ৪ জুন, ২০১৭
নরসিংদীতে বিদেশী পিস্তল ওপলাশে তিনহাজার দুইশ পিচ ইয়াবা উদ্ধার
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhZGVb1vRHZ-PWYx8MsGS8NmTkBsRokCquoUh1VT58EA3BXujebszTDQCzHQR3fy1VpDK5NIsnFQX-wH7aKCUfplw25FtiuKJLZEMIUTVisVJ1DCRC2AF2jqs87c82k9yLeEoajuS7A7E/s200/Toukir+arms+2.jpg)
বাইজিদ আহম্মেদ, পলাশ সংবাদদাতাঃ
নরসিংদীতে পৃথক স্থানে একটি বিদেশী পিস্তল ও ৩হাজার ২শ ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করছে পুলিশ। আজ রবিার বিকালে নরসিংদীর মাধবদী থানাধীন ভগিরতপুর এলাকা হতে বিদেশী পিস্তল ও গুলিসহ তৌকির নামের এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত তৌকির আহম্মেদ(২৪) ভগিরতপুর এলাকার মৃত ইব্রাহীম মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার বিশেষ অভিযান চালিয়ে ভগিরতপুর ভুইয়া টেক্সটাইল এর পিছন হতে তাকে আটক করেন। এসময় তার কাছে থেকে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)