পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার ক্যাপিটাল পেপার মিলের শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে উত্তাল অবস্থা বিরাজ করছে মিলের অভ্যন্তরে। প্রতিষ্ঠানটির উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পূর্ব ঘোষিত কোন নোটিশ ছাড়াই বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কর্মরত শতাধিক শ্রমিককে ছাটাই করে দেয় মিল কর্তৃপক্ষ। এ ঘটনায় সকাল থেকে মিলের অভ্যন্তরে শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও করে। চাকুরি হারিয়ে অনেকই কান্নায় ভেঙে
পড়ে। শ্রমিক উত্তালের ঘটনায় মিলটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, ১৯৯৬ সালে যৌথমালিকানা নিয়ে পলাশ উপজেলার ঘোড়াশাল সান্তানপাড়া এলাকায় সতের একর জমির উপর নির্মিত হয় ক্যাপিটাল পেপার মিলটি। এরপর ১৯৯৯ সালে ক্যাপিটাল পেপার এন্ড পাল্প ইন্ডাস্ট্রিয়াল ও ২০০৯ সালে ক্যাপিটাল বোর্ডস মিলস নামে দুইটি ইউনিটের উৎপাদন শুরু হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। পরবর্তীতে মালিকানা দ্বন্ধে ২০১১ সালে মিলটি ক্রয় করেন আবদুল মান্নান নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। শ্রমিককর্মচারীদের অভিযোগ মিলটির মালিকানা পরির্বতনের পর থেকে মালিকপক্ষ মিল থেকে কারণে অকারণে একেএকে শ্রমিক ছাটাই করতে শুরু করে। এতে করে শ্রমিকের সংখ্যা নেমে আসে একতৃতীয়াংশে।
গত মঙ্গলবার আবারো মিলটির শ্রমিক ছাটাইয়ের নির্দেশনা আসলে প্রশাসনিক বিভাগ বৃহস্পতিবার সকাল থেকে মিলটির প্রায় একশ শ্রমিক ছাটাই করে দেয়। মিলটির ম্যাকানিক্যাল বিভাগের ওয়াল্ডার মোঃ হুমায়ন কবির, ফকলিপ অপারেটর বকতিয়ার, সিকিউরিটি সুপারভাইজার ফরিদ আহাম্মেদসহ একাধিক শ্রমিক কর্মচারী জানান, মিলস কর্তৃপক্ষ বিনা কারণে পূর্ব কোন নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানের একশ শ্রমিককর্মচারী ছাটাই করে দেয়। সকাল থেকে পুলিশ দিয়ে একে একে ডেকে নিয়ে জোড়পূর্বক বেতন কাগজে সই করাচ্ছে। অনেকেই চাকুরী ছাড়তে রাজি না হওয়ায় তাদের বেতনও পাচ্ছেন না। মিলটিতে কর্মরত অফিস পিয়ন হোসেন মিয়া দীর্ঘ বিশ বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছে। চাকরীকালীন সময় মিলের অভ্যন্তরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার একটি হাত হারাতে হয়। সংসারের পাঁচজন সদস্যের ভরণপোষণ তাকেই করতে হয়। সকালে যখন চাকুরী হারানোর খবর শোনে তখন তিনি কান্নায় ভেঙে পড়েন।
এসব বিষয়ে মিলের নির্বাহী পরিচালক অরবিন্দ মিত্র জানান, বাজারে মিলটির উৎপাদিত পণ্যের অর্ডার কমে যাওয়ায় মালিকপক্ষ মিলটির শ্রমিক ছাটাইয়ের সিদ্ধান্ত নেয়। যার কারণে মিলের ৯৩ জন শ্রমিক-কর্মচারী ছাটাই করা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছেন মিলটির অর্ডার ভাড়লে ছাটাইকৃত শ্রমিকদের পূণরায় কাজে বহাল করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন