বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

নরসিংদীতে কীটনাশক খেয়ে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু



নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলায় কীটনাশক খেয়ে শিশু দুই ভাই মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই সহোদরের নাম তাওহিদ (৩) ও জিয়াদ (৪)। তারা দক্ষিণপাড়া গ্রামের আয়েত আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়,
দুপুরে ওই দুই শিশু ঘরে খেলছিল। এ সময় তাদের মা বাড়ির বাইরে ক্ষেতে কাজ করছিলেন। খেলতে খেলতে হঠাৎ শিশু দুটি ঘরের ভেতরে রাখা দানা জাতীয় কীটনাশককে বিদেশি চকলেট ভেবে খেয়ে ফেলে। এতে তারা অসুস্থ হয়ে পড়ে।  পরে  প্রতিবেশীরা তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক শিশু দুই ভাইকে মৃত ঘোষণা করেন। করিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহাব মিয়া দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, ঘটনার সময় শিশু দুটির মা-বাবা বাইরে কাজ করছিলেন। ঘরে খেলা করার সময় অবুঝ শিশু দুটি কীটনাশক খেয়ে ফেলে। এতে তাদের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন