পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
“শিক্ষীত মা এক সূরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এ শ্লোগানকে সামনে রেখে পলাশ উপজেলার চলনা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পরিচলানা কমিটির সভাপতি মাহফুজুল হক টিপুর সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম ফজলুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন