মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

মনোহরদীতে গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগ, আটক ১

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর মনোহরদীতে এক গৃহকর্মী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ভিকটিমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আনা হয়েছে। এ ঘটনায় জহিরুল ইসলাম নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
মনোহরদী থানার রামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাকির হোসেন নামে এক যুবক ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশও হয়। তবুও জাকিরকে দমানো যায়নি। শুক্রবার সন্ধ্যায় ভিকটিম পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন। এসময় ভিকটিমকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে জাকির এবং তার দুই সহযোগী জহিরুল ইসলাম ও মনির হোসেন।
উপ-পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ‘তিনজনকে আসামি করে থানায় অপহরণ ও গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকি দুই জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন