পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় কবুতর চুরিকে কেন্দ্র করে আবদুল কাদির সরকার (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে গুরুত্বর আহতের ঘটনা ঘটেছে। এঘটনায় শাকিব নামে একজনকে আটক করেছে পলাশ থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবদুল কাদিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবদুল কাদিরের মেয়ে ফারজানা আক্তার জানান, মঙ্গলবার দুপুরে তার ছোট ভাই হৃদয় সরকারের পালিত একটি কবুতর খুঁজে না পেয়ে পাশের বাড়ির ছেলে দিপুর ঘরে খোঁজ করলে সেখানে কবুতরটি আটকে থাকতে দেখা যায়। পরে দিপুকে চোর বলে তার ভাই কবুতরটি বাড়িতে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর দিপুর চাচা খোরশেদ আলম,তার ছেলে রাসেল ও ওপলকে নিয়ে আমাদের বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা লাঠি দিয়ে আমার ছোট ভাই হৃয়কে পিটাতে থাকলে আমরা বাধা দেই। এসময় তারা
আমাকে ও আমার বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যায়। এ ঘটনার পর আমার বাবা থানায় মামলা করার উদ্দেশ্যে রওনা করলে, বাড়ির পাশের রাস্তায় তারা আমার বাবার গতিরোধ করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে।
আহত আবদুল কাদির সরকার জানান, রাস্তায় উঠতেই খোরশেদ ও তার ছেলেদের নিয়ে আমার উপর হামলা চালায়। খোরশেদের ছোট ছেলে ওপল প্রথমে আমার মাথায় ও মুখে চাপাতি দিয়ে কুপ দেয়। এতে আমি মাটিতে লুটে পড়লে তারা রড দিয়ে আমাকে বেদম পিটাতে থাকে। পরে আমার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানানয়, এঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আটকের অভিযান চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন