নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ শ্রমিক-কর্মচারীলীগের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। আলোচনা শেষে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ শ্রমিক-কর্মচারীলীগের প¶ থেকে সারাদেশে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য প্রধামন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা প্রদান করেন।পাশাপাশি সংগঠনটির অর্থায়ন ও
সার্বিক সহযোগিতায় নির্মিত প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে তৈরি ডকুমেন্টারি ‘স্যালুট তোমায় শেখ হাসিনা’ নামক একটি ভিডিও সিডি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ শ্রমিক-কর্মচারীলীগের চেয়ারম্যান মো: তরিকুল ইসলাম,হিউম্যান রাইটস্ লিগ্যাল এইড সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ পল্লীবিদ্যুৎ শ্রমিক-কর্মচারীলীগের উপদেষ্টা মো: আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মো: মাসুদ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম নয়ন। উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল ঢাকারনিউজ২৪.কম এর প্রকাশক-সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতির পরিকল্পনা ও সার্বিক তত্বাবধানে এবং বাংলাদেশ পল্লীবিদ্যুৎ শ্রমিক-কর্মচারীলীগের অর্থায়ন ও সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে নির্মাণ করা হয়, ডকুমেন্টারি ‘স্যালুট তোমায় শেখ হাসিন। পরিচালনার পাশাপাশি ডকুমেন্টারিটিতে কণ্ঠ দিয়েছেন, সোনিয়া দেওয়ান প্রীতি নিজে। গানে কণ্ঠ দিয়েছেন, সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন