সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টারের অফিস কক্ষে বঙ্গবন্ধুর ছবি লক্ষ্য করে দুর্বৃত্তের গুলিবর্ষণ


নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টারের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটেছে।
নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ও স্টেশন মাস্টার মহিদুল ইসলাম জানান, সকালে ৪ জনের একদল দুর্বৃত্ত (এরমধ্যে একজন মুখোশধারী) হঠাৎ করে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টারের
অফিস কক্ষে ঢুকে পড়ে। এসময় তারা স্টেশন মাস্টারের কক্ষে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে। পরে কক্ষের বাইরে বের হয়ে আরও এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ছবিটির গ্লাস ভেঙ্গে যায়। এসময় স্টেশন মাস্টার মহিদুল ইসলাম অফিস কক্ষে জানালার পাশে বসে পত্রিকা পড়ছিলেন। এ ঘটনায় স্টেশনে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৫টার দিকে স্টেশনের যাত্রী এক কিশোরের নিকট থেকে একটি মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় রাসেল নামে স্থানীয় এক সন্ত্রাসী। এসময় রেলওয়ে পুলিশ রাসেলের নিকট থেকে মোবাইল ও টাকা উদ্ধার করে বাচ্চাটিকে ফেরত দিয়ে দেয়। এতে সন্ত্রাসী রাসেল ক্ষিপ্ত হয়ে রেলওয়ে নিরাপত্তাকর্মীদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে সে আরও ৩ সহযোগীকে নিয়ে এসে এ ঘটনা ঘটিয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন