নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে প্রকৌশলী আল-আমিন এর খুনীদের গ্রেফতারের দাবিতে সোমবার নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নরসিংদী জেলার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে নরসিংদী শহরের হাজার হাজার নারী পুরুষের পাশাপাশি জেলায়
অবস্থিত বিভিন্ন পলিটেকনিক কলেজের শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহি, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক লিটন, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মুশফিকুর রহমান খান আঙ্গুর, সাধারন সম্পাদক জহিরুল হক, প্রকৌশলী মনিরুজ্জামান ও নিহতের অভিভাবগণ। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, প্রকৌশলীরা নির্মানের কারিগর, আজ তাদের একজন খুন হবে, আসামী গ্রেফতার হবেনা, তা হতে পারেনা। আগামী এক সপ্তাহের মধ্যে আল-আমিন হত্যাকান্ডে জড়িত প্রকৃত খুনীদের খোঁজে বের করাসহ ঘটনায় জড়িতদেরকে উপযুক্ত বিচার করতে হবে। নতুবা আল-আমিন হত্যাকান্ডে প্রকৃত খুনীদের বের করার জন্য শহরের প্রতিটি এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে যাবেন। খুনীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের দৃষ্টি কামনা করেছেন। প্রকৌশলী আল-আমিনের অভিভাবকগণ নৃশংস হত্যার দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন।
বিগত ১৬ আগষ্ট রাতে বাড়ি ফেরার পথে বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতি রোধ করে। পরে তারা আল-আমিনকে ধরে নিকটবর্তী পাটক্ষেতে নিয়ে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর তারা আল-আমিনের মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। হত্যাকান্ডের পর এক দুর্বৃত্তদের মধ্যে একজন আল-আমিনের মোবাইল থেকে তার মামা প্রকৌশলী জহিরুল ইসলামকে লাশ নেয়ার জন্য ফোন করে। এরপর এই ঘটনায় মামলা হলেও আজ পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন।
উল্লেখ্য: নিহত প্রকৌশলী আল আমীন নিহত আল-আমিন নরসিংদীতে প্ল্যানভিউ ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরি করতেন।
প্রতি দিন অফিস শেষে মোটর সাইকেলযোগে তার বাড়ি রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর গ্রামে চলে যেতেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন