![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZBb2uw5MYBzgi4Dvp7UzRLk9OweUo04fVRRPnJJVn4nQnTH9F-GQPeN75RzWT9mrt1sijd84z_mzcvmHepsPzSyqPqDLRH4w1z33gX6qnvpMNACfE8PwtJNBGOPswD9uxv3L02U13YFo/s320/palash.jpg)
মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন অভিযান থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে। বর্বরতম নির্যাতন, নিপীড়ন আর গণহত্যায় নিষ্পেষিত হাজার হাজার রোহিঙ্গা প্রতিদিন বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। সরকার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকেও রোহিঙ্গাদের জন্য সাহায্য করা হচ্ছে। মানবতার ডাকে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন, নরসিংদী জেলার পলাশ উপজেলা আওয়ামীলীগ। পলাশ আসনের সাবেক
সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপের নির্দেশে ও ম্যাকসিম কর্পোরশনের সিইও এবং তুষার এন্টারপ্রাইজ এর পরিচালক মো. মাকসুদুর রহমানের উদ্যোগে আজ বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চিড়া, মুড়ি, বিস্কিট, দাঁতের মাজন, টুথ ব্রাস, চানাচুর, খাওয়ার স্যালাইন, সাবান, চিনি ও পানিসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন তারা। এসময় মাকসুদুর রহমান বলেন, আমাদের পাশর্^বর্তী দেশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় মদদে চলছে শতাব্দীর ভয়াবহতম নিধনযজ্ঞ। মিয়ানমারের সেনাবাহিনীর প্রত্যক্ষ নেতৃত্বে চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন সেখানকার ভাগ্যাহত সংখ্যালঘু রোহিঙ্গা, জ¦ালিয়ে দেয়া হচ্ছে তাদের বসতবাড়ি, সীমান্তে পুঁতে রাখা হচ্ছে শক্তিশালী মাইন, যাতে এরা আর মাতৃভূমিতে ফিরে যেতে না পারে। নিজ দেশে পরবাসী এসব নির্যাতিত রোহিঙ্গারা জীবন,মান ও অস্তিত্ব বাঁচাতে এখন পরিবার-পরিজনসহ বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় বিশেষ করে কক্সবাজারের উখিয়া,রামু,টেকনাফ ইত্যাদি এলাকায় আশ্রয় গ্রহণ করে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তাই আমরা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের জন্য নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন