রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরধরে কলেজ ছাত্রীসহ গুরুত্বর আহত ৩



নরসিংদী প্রতিনিধি:-
জমিসংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষদের হামলায় পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের কলেজ ছাত্রীসহ তিনজন গুরুত্বর আহতের ঘটনা ঘটেছে। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামের আবুল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন যাবত একই এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে শফিকুল ইসলাম ও রতন মিয়ার সাথে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরধরে শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম ও তার ভাই রতন মিয়া দেশীয় অস্ত্র ও
লাঠিসোটা নিয়ে আবুলের বাড়িতে হামলা চালায়। এসময় তার স্ত্রী সুরাইয়া বেগম বাধা দিতে গেলে তার মাথায় রড দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে। পরে আবুল হোসেন ও তার মেয়ে কলেজ ছাত্রী আখি আক্তার বাধা দিতে গেলে শফিকুল ও রতন তাদেরকেও রড দিয়ে পিটিয়ে আহত করে। আহত আবুল হেসেন জানান, আমার নিজের জমি ছেড়ে দেওয়ার জন্য শফিকুল ও রতন বিভিন্ন সময় প্রাণ-নাশের হুমকি দিয়ে আসছিল । এনিয়ে এলাকায় অনেকবার গ্রাম্য সালিশও হয়েছে।  ঘটনার সময় আমি কাজ শেষে বাড়ি এসে দেখি শফিকুল ও তার ছোট ভাই রতন আমার স্ত্রী ও মেয়েকে রড দিয়ে পিটাচ্ছে। তাদের এলোপাতাড়ি মারপিটে আমার স্ত্রীর মাথা ফেটে রক্ত বের হয় ও আমার মেয়ে অচেতন হয়ে মাটিতে লুটে পড়েছে। আমি বাধা দিতে গেলে তারা রড ও দা দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে আমাদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। এব্যাপারে শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার আলহাজ¦ বাবুল সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি অতি দুঃখজনক ঘটনা। খবর পেয়ে আমি হাসপাতালে তাদের দেখতে যাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন