বাইজিদ গুস্তামি,
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ উপজেলা শাখা মানব সেবায় শান্তি স্বর্ণপদক পাওয়ায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আমরা পলাশবাসীনামক একটি সামাজীক সংগঠন। আজ বুধবার বিকালে পলাশবাসী সংগঠনের সভাপতি এম এ
কাইয়ুম মানবাধিকার অফিসে সংস্থার সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক নূরে-আলম রনিকে এ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সাংগঠনিক সম্পাদক আল-আমিন মিয়া ও প্রচার সম্পাদক বাইজিদ গুস্তামি। শুভেচ্ছা শেষে এক আলাপচারীতায় আমরা পলাশবাসী সংগঠনের সভাপতি এম এ কাইয়ুম পলাশের মানবাধিকার সংস্থার সামাজীক ও মানব সেবা মুলক কাজের প্রশংসা করে সংস্থার উত্তরত্ব সাফল্য কামণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন