পলাশ প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নরসিংদীর পলাশে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা, আনন্দ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে পলাশ উপজেলা যুবলীগ। শনিবার সকালে প্রথমে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল
দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকালে উপজেলার বাসস্ট্রেন্ড থেকে সুসজ্জিত বিশাল একটি আনন্দ র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের তত্বাবধনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর মেয়র হাজী শরিফুল হক শরীফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই, জিনারদী ইউনিয়ন পরিষদের চেযারম্যান কামরুল ইসলাম গাজী প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন