মনোহরদী সংবাদদাতাঃ
একদশ নির্বাচনে নরসিংদী ৪ মনোহরদী ও বেলাব আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কাজী মাজাহারুল ইসলামের প্রচারণার বিলবোর্ড ভাঙার অভিযোগ পাওয়া গেছে। একদল র্দুবৃত্ত রাতের আধাঁরে জাতীর জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্রায় দুই শতাধিক বিলবোর্ড ভেঙে ফেলে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় যুবলীগের উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী
মাজাহারুল ইসলাম । এব্যাপারে তিনি সোমবার মনোহরদী থানায় একটি সাধার ডাইরি করেন। কাজী মাজাহারুল ইসলাম জানান, একদশ সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর ৪ মনোহরদী ও বেলাব আসনে দলীয় মনোনয়ন প্রতাশা করে জাতীর জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত আমার প্রায় কয়েক হাজার ব্যানার ও বিলবোর্ড নির্বাচনি আসনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় লাগানো হয়। গত রবিবার রাতে একদল র্দুবৃত্ত মনোহরদী পৌরসভাস্থ কয়েকটি গ্রামে আমার প্রায় দুই শতাধিক বিলবোর্ড ছিড়ে ও ভেঙে ফেলে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে থানায় একটি সাধারণ ডাইরি করি। নির্বাচনী আসনে আমার জনপ্রিয়তায় ঈর্ষ্রানীত হয়ে দুস্কৃতিকারীরা এঘটনা ঘটায় বলে আমার ধারণা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন