বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

পলাশে নবান্ন উৎসব পালিত



পলাশ প্রতিনিধিঃ
বাঙ্গালীর ঐতিহ্যবাহী সংস্কৃতি নবান্ন উৎসব ১৪২৪ পলাশ উপজেলায় পালিত হয়েছে। এ উপলক্ষে ধান কাটা ও পিঠা উৎসবের মধ্য দিয়ে নবান্নকে বরণ করে নেয় পলাশ উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ধান কাটা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। পরে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, মহিলা ইউপি সদস্য মাসুমা শিকদার লিজা প্রমুখ। নবান্ন উৎসব উপলক্ষে সুলতানপুর গ্রামে বিভিন্ন সংগঠনের আয়োজনে নবান্ন মেলায় ভাপা ও পিঠা পুলির ৮টি ষ্ট্রল বসানো হয়েছে। বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী নবান্ন উৎসবে অংশ গ্রহণ করে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন