মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

নরসিংদীতে আট মাসের শিশুকে গলা কেটে হত্যা : বাবা পলাতক



নরসিংদী সংবাদদাতাঃ
নরসিংদীতে মা মেয়েকে হত্যার রেশ কাটতে না কাটতে এবার আট মাসের এক শিশুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে এক পাষ- পিতার উপরে। জেলার রায়পুরা উপজেলায় শাহিন মিয়া নামে ৮ মাস বয়সী এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মরজাল গ্রামের বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা মারুফা বেগমের দাবি, পারিবারিক কলহের কারণে শাহিনকে হত্যা করে তার বাবা পালিয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন একথা জানিয়েছেন। তিনি জানান, ঘটনার পর থেকে শিশুটির বাবা রাজমিস্ত্রি আপন মিয়া পলাতক রয়েছে।
মারুফা জানান, সকালে শাহিনকে নিয়ে শোবার ঘরে ছিলেন তার বাবা আপন। কিছুক্ষণ পর  ঘরে ঢুকে তিনি  শাহিনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এসময় ঘরে  তার বাবা ছিলনা।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহিনের লাশটি উদ্ধার করেছেন। এ ঘটনায় জিজ্ঞাবাসাদের জন্য শিশুর মা,চাচা স্বপন মিয়া ও দাদা বাবুল মিয়াকে আটক করা হয়েছে।
এর আগে ১৪ নভেম্বর নরসিংদীর শহরতলীর ঘোড়াদিয়া বণিকপাড়া এলাকার কবির মিয়া নামে এক রিকশাচালক তার স্ত্রী হাফেজা বেগম ও শিশু সাদিয়া আক্তারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন