নূরে-আলম রনী, বিশেষ প্রতিনিধিঃ
নরসিংদী পলাশে ঘোড়াশাল পৌরসভা প্রথম শ্রেণীর ত্রকটি পৌরসভা। শীতলক্ষা নদীর তীর ঘেষে মন মূন্ধকর, শস্য শ্যামল ও শিল্পায়নে ভরপর । ইতি মধ্যে পৌর সভার সফল মেয়র দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে পৌর সভাকে আরো উন্নত ত্রবং বাংলাদেশের মধ্যে মডেল পৌরসভায় রূপান্তর করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।
তার ছোয়ায় রাস্তা ঘাট কালবার্ট নির্মান, মেরামত সহ স্কুল কলেজ মসজিদ, মন্দির, উন্নয়নের জন্য সহযোগীতার হাত বাড়িয়েছেন ফলে সকল শ্রণীর লোকজন তাকে সাধুবাদ জানিয়েছেন। সকল রাস্তার অলিগলিতে মসজিদ মন্দিরসহ কোন জায়গায় অন্ধকারের লেষ মাত্র নেই।
সকল স্থানে আলো আর আলো আসন্ন ঈদুল-উল আজহা উপলক্ষে সাড়া পৌর সভায় মাইকিং করে সকল নাগকিদের নির্দেশনা দিয়েছেন যেন কুরবানির পশুর বজ্র্য সহ যে কোন ময়লা যেখানে সেখানে না ফেলানোর জন্য ত্রবং পশুর মলমূত্র মাটি চাপা দিয়ে ঢেকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। কোরবানী পশুর বজ্র্য পৌরসভার লোক বল দিয়ে ২৪ ঘন্টার মধ্যে ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলানোর জন্য বলেছেন। ইতিমধ্যে বিজিত্রফ এর চাল সহ নানামুখি সেবা প্রধার করা হয়েছে নাগরিকদের। মেয়র আলহাজ¦ শরীফুল হক শরীফের ত্রই উদ্যোগকে ইতি বাচক হিসেবে দেখছেন অনেকে। নাগরিকদের সেবার মান সম্পর্কে জানতে চাইলে আলহাজ¦ শরীফুল হক শরীফ বলেন দলমত নির্বিশেষে দুঃখ দুর্দশা লাঘবে আমি সর্র্বদা সচেষ্ট। মেয়রের কথা এবং কাজে ধন্যবাদ জানিয়েছেন পৌর-সভার সকল শ্রেণীপেশার জনগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন