রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

ঈদ মোবারক


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নরসিংদীর ২ পলাশ আসনের সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা, আনোয়ারুল আশরাফ খান দিলিপ ভাই এর পক্ষ থেকে পলাশবাসীকে জানাই, ঈদের প্রানঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ঈদের দিন হোক শান্তির অভয় বার্তা, বৈষম্যহীন আনন্দ, মুছে যাক অতীত গ্লানি, বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

 








মোঃ আনোয়ার হোসেন আনু
সাবেক প্রচার সম্পাদকপলাশ উপজেলা আওয়ামীলীগ
পলাশ নরসিংদী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন