বিনোদন ডেস্কঃ
আগামী দিন কিনবা দুই এক দিন পর আপনার ভাই বা বোনের বিয়ে? না কোন জম্মদিনের অনুষ্ঠান? তাহলে অবশ্যই ভাবছেন যে ঐ দিন আপনাকে কেমন সাজলে সুন্দর লাগবে। কে, না চায় আরেকটু সুন্দর করে নিজেকে সাজাতে? তবে কি? করে তা সম্ভব্য তাই না? হ্যাঁ, এভাবনা নিয়ে আর
বসে থাকবেন না। আধুনিকভাবে গায়ে হলুদ, বিয়ের সাজ ও বউ সাজ নিয়ে এসেছে রেনুকা বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন। তবে আর চিন্তা করছেন কেন? গায়ে হলুদ ও বউ সাজ অনুষ্ঠানে নিজেকে অপরূপ সুন্দর ভাবে সাজিয়ে নেন। আজ-ই যোগাযোগ করুন রেনুকা বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন, শুধু মাত্র মহিলা ও শিশুদের জন্য । ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান রোড জনতা ব্যাংক এর নীচতলা, পলাশ-নরসিংদী। ফোন-০১৭৩১৬১৯০৫৪।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন