নরসিংদী প্রতিনিধিঃ
হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। পূজার আর মাত্র অল্প কয়েক দিন বাকি। পূজা উদযাপন উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ। দিন রাত সমান তালে প্রতিমা তৈরির কাজ করে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এখন শুধু বাকি রয়েছে প্রতিমায় রং তুলির কাজ।
পলাশ উপজেলার ৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভাতে প্রায় ৪০ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার উপজেলার বেশ কয়েকটি এলাকার পূজা মন্ডপ ঘুরে দেখা যায় প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। প্রতিমা তৈরীর কারিগররা জানান, বছরের এই সময়টা ব্যস্ততায় কাটালেও অন্য সময় তাদের হাতে থাকেনা কোন কাজ। কিন্তু কঠোর পরিশ্রম করেও তাদের কাটাতে হয় মানবতার জীবন-যাপন। তাই অনেকেই বাধ্য হয়ে বাপ-দাদার এই পেশা টিকিয়ে রেখেছেন কোন রকমে। কেহ কেহ এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে বলে জানা যায়। এ বিষয়ে পলাশ উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা আক্তার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্তা নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সকল হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন