শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

দিলিপ সাহেবের জম্মদিনের শুভ কামনা













নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান (দিলিপ) সাহেবের জম্মদিনের শুভ কামনা করতেছি। দিলিপ মানে ন্যায়ের পক্ষে গান, দিলিপ মানে সব  অন্যায়ের তীব্র প্রতিবাদ, দিলিপ মানে পলাশ উপজেলা আওয়ামীলীগের অহংকার,দিলিপ মানে বন্ধু সবার বৌদ্ধ,মুসলিম,হিন্দু খুব সাহসী সেনা উপজেলা আওয়ামীলীগের প্রাণ।
আমার রাজনৈতিক পথ চলায় দিলিপ সাহেবের সৈনিক হতে পেরে নিজেকে ধন্য মনে করি। উপজেলা আওয়ামীলীগের বীর সৈনিক দিলিপ সাহেবের জম্মদিনে শুধু এই কামনা করতেছি যেন হাজার বছর বেঁচে থাকে আমাদের মাঝে। মোঃ আনোয়ার হোসেন আনু,সাবেক প্রচার সম্পাদক পলাশ উপজেলা আওয়ামীলীগ। পলাশ,নরসিংদী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন