শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ে জঙ্গি বিরুধী র‌্যালী






সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গি বিরুধী সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে আজ শনিবার সকালে উপজেলার ২২টি স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও পরিচালানা পরিষদের সদস্যরা পৃথক পৃথক র‌্যালী ও সন্ত্রাস বিরুধী সভা-সমাবেশ করেন
। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলার পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের প্রায় ৯শত ছাত্রছাত্রী নিয়ে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কে একটি র‌্যালী করেন। এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবদুল আলী ভূইয়া, সদস্য হাবিবুর রহমান, মোজাফ্ফর হোসেন, মানিক মিয়া, আনোয়ার হোসেন আনু, কামরুন নাহার, আলি হোসেন, পৌর কাউন্সিলর জুলহাস মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন