নরসিংদীতে
ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত
হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার সকালে এসব দুর্ঘটনার ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে জেলার মাধবদী থানার কান্দাইলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ছয়জন এবং সকাল ১০টার দিকে শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে আরও তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তবে
হাসপাতালে ভর্তি করা হয়েছে ছয়জনকে। বাকিদের প্রার্থমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস কান্দাইলের রশিদের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও পাঁচ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই ব্যক্তি মারা যান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।’
অন্যদিকে, শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে জেলার মাধবদী থানার কান্দাইলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ছয়জন এবং সকাল ১০টার দিকে শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে আরও তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তবে
হাসপাতালে ভর্তি করা হয়েছে ছয়জনকে। বাকিদের প্রার্থমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস কান্দাইলের রশিদের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও পাঁচ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই ব্যক্তি মারা যান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।’
অন্যদিকে, শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন