বাইজিদ আহাম্মেদ,
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত জনতা জুটমিলের ২২ তম ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ জাকির হোসেন গোলাপ ফুল মার্কায় ৩ হাজার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আনোয়ার হোসেন কুলা মার্কায় পেয়েছেন ১ হাজার ২৭৫ ভোট। অপরদিকে সাধারণ
সম্পাদক পদে মোঃ মাসুদ কবির লাঙ্গল মার্কায় ১ হাজার ৮১৯ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নুরুল হক বাবুল কলসি মার্কায় পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট। ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে ৯টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। রবিবার সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিলের ১৫ টি কেন্দ্রে ৬০ বুথে ভোট নেওয়া হয়। এতে ৫ হাজার ৫৬৬ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মোঃ আবু বক্কর সিদ্দিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন