নরসিংদীতে ট্রাকের ধাক্কায় তরুণ-তরুণী নিহত
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhloctT7zVJE4IU7DedclGXk9sn3B8_slywrdWQmv316z8zHvX-fkRrA9wQYAgL1m18DKHwkn9kd6_YukQK66QC4kvgd_Du1CpW3Fy5Iy4swT9P7uA8XeQihrUkL1NH-5vyuHae5D424mI/s320/201708251936377855roadmd20150605145922newssomoy.jpg)
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪
অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পাঁচদোনার চৈতাব এলাকায়
ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার নয়াপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৫) ও অজ্ঞাত তরুণী (২৫)। পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক ইউসুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ
ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়াইহাজার থেকে মোটরসাইকেলে দুই তরুণ-তরুণী
নরসিংদীতে যাচ্ছিলেন। পাঁচদোনার চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে
পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে
ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার
করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন